হালচর্চা ডেস্ক ♦
আদনান আল রাজীব বর্তমান সময়ের অন্যতম সফল বিজ্ঞাপন নির্মাতা। তিনি ১৯৮৭ সালের ১১ মে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন এবং ২০১১ সালে সিলন চায়ের বিজ্ঞাপন দিয়ে তার বিজ্ঞাপন নির্মাণের যাত্রা শুরু করেন। বর্তমানে তিনি নিজের প্রোডাকশন হাউজ ‘রানআউট ফিল্মস’-এর দায়িত্ব পালন করছেন এবং এরই মধ্যে একশটিরও বেশি টিভিসি নির্মাণ করেছেন। আলাপচারিতায় তিনি শেয়ার করেছেন তার পাঁচটি পছন্দের বিজ্ঞাপনের কথা এবং ব্যাখ্যা করেছেন কেন এই বিজ্ঞাপনগুলো তার প্রিয়।
মেরিল ফ্রেশজেল টিভিসি
নির্মাতা: আফজাল হোসেন
ছেলেবেলায় এই বিজ্ঞাপনটি দেখে আমি একাই বলে উঠেছিলাম, “ওয়াও! কী দারুণ প্রেজেন্টেশন!” মডেলগুলো ছিল আন্তর্জাতিক ফ্লেভারে ভরা এবং তাদের স্টাইলও ছিল চোখে পড়ার মতো। তখন আমি বিজ্ঞাপনের জগৎটা ভালোভাবে বুঝতে শিখিনি, স্কুলে পড়তাম মাত্র। তবে আজও মনে হয়, সেই সময়ের কাজগুলো এতটাই শক্তিশালী ছিল যে এখনো যদি শুধু ক্যামেরার আধুনিকতা এনে পুনরায় তৈরি করা হয়, তাহলে সেগুলো আজকের ট্রেন্ডেও জায়গা করে নেবে।
রূপচাঁদা সয়াবিন তেল – ঘরে ফেরা
নির্মাতা: পিপলু আর খান
ঈদ উপলক্ষে একটি পরিবারের সদস্যরা নানা জায়গা থেকে ঘরে ফেরে—এই গল্প নিয়ে বিজ্ঞাপনটি তৈরি। এর ভিজ্যুয়াল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের মেলবন্ধন চরিত্রগুলোকে আরও জীবন্ত করে তুলেছিল। পুরো গল্পের সরলতাটা এতটাই হৃদয়গ্রাহী ছিল যে দেখে মনে হয়, এমন একটি বিজ্ঞাপন আমিও বানাতে চাই।
প্যারাস্যুট – গর্জিয়াস সারাদিন
নির্মাতা: অমিতাভ রেজা
অমিতাভ রেজার কাজের প্রতি আমার দুর্বলতা কারণ তিনি কীভাবে সৌন্দর্যকে তুলে ধরতে হয় তা খুব ভালো বোঝেন। এই বিজ্ঞাপনে বিভিন্ন মেয়ের জীবনের বিভিন্ন মুহূর্ত চমৎকার ভিজ্যুয়াল এবং জিঙ্গেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখনো সেই বিজ্ঞাপনের জিঙ্গেল, ভিজ্যুয়াল, এবং মুহূর্তগুলো আমার মনে দাগ কেটে আছে।
২৬শে মার্চ – বাংলালিংক
নির্মাতা: মোস্তফা সারওয়ার ফারুকী
মুক্তিযুদ্ধের সময় হারিয়ে যাওয়া ভাইকে নিয়ে এক বোনের স্মৃতিচারণ নিয়ে তৈরি এই বিজ্ঞাপনটি ছিল আবেগঘন। সাবেরি আলমের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ফারুকী ভাইয়ের দক্ষতাও ছিল চমৎকার। ইমোশন তুলে ধরার যে ক্ষমতা তার আছে, তা আমি সবসময়ই মুগ্ধ হয়ে দেখি এবং তার সঙ্গে কাজ করতে গিয়ে নিজেও তা শিখেছি।
গ্রামীণফোন ফোর-জি, বাংলালিংক ফোর-জি
নির্মাতা: আদনান আল রাজীব
এ দু’টি বিজ্ঞাপনই আমার নিজের কাজ। গ্রামীণফোনের বিজ্ঞাপনের গল্পটি বেশ সমৃদ্ধ। বিজ্ঞাপনটিতে একটি ছেলে পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায়, আর প্রতিটি মুহূর্ত আলাদা জায়গায় কাটায়। এর ভিজ্যুয়াল তৈরিতে অনেক পরিশ্রম করতে হয়েছিল এবং কাজটি আমার আগের যেকোনো কাজের চেয়ে এক ধাপ এগিয়ে ছিল। অন্যদিকে, বাংলালিংকের বিজ্ঞাপনে নতুন কিছু দেখানোর ওপর জোর দেওয়া হয়েছিল। তাই স্টোরি এবং মিউজিকের ক্ষেত্রে নতুনত্ব আনতে আমরা সবকিছু নতুনভাবে উপস্থাপন করেছি।