বাংলা র‍্যাপ: বিটের তালে সিধাসাদা কথা

রওশন আরা মুক্তা ♦
একুশ শতকের প্রথম দশকেই নতুন স্বাদের যে গান বাংলা ভাষাভাষিদের চাঙ্গা করেছে তা হলো বাংলা র‍্যাপ। নিউইয়র্ক বেজড স্টোয়িক ব্লিসের ‘আবার জিগায়’ নামের হিপহপ ঘরানার গানটি রিলিজের সাথে সাথেই শ্রোতাদের প্লে লিস্টে উঠে আসে; তবে প্রচুর ইংরেজি শব্দের ব্যবহারের কারণে একে পুরোপুরি বাংলা র‍্যাপ বলা যাবে না। একই ধারাবাহিকতায় ‘দেশি এমসি’জ’ ‘ব্যানড’ নামের এলবাম রিলিজ করে তাতেও বাংলা র‍্যাপের ভিত্তি পাকাপোক্ত করার মতো ট্র্যাক ছিল না। তবে এরা বাংলা হিপহপে তাদের জায়গা তৈরি করে নেয়।

ডেডলাইন এন্টারটেইনমেন্ট লেবেল ‘টিওআর’-এর ‘বাংলা হিপহপ জাতি’ এবং ‘আপটাউন লোকলজ’ এর ‘কাহিনি সিনপাট’ নামের দুইটি এলবাম রিলিজ করে পরপর। টিওআর-এর এলবামে বাংলা র‍্যাপের শক্তির জায়গাগুলো পরিষ্কার হয় আর আপটাউন লোকলজ বলা যায় বাংলা র‍্যাপের ভিত্তি প্রস্তর স্থাপন করে। কাহিনি সিনপাট বাংলা হিপহপে বাংলা র‍্যাপের একটা পূর্নাংগ এলবাম। জেসপার আল রাশিদের জাদুকরি মিক্সিং আর মাস্টারিং-এ দু’টি এলবাম শ্রোতাদের কানের রুচির স্বাদ মিটিয়েছে।

যদিও মেইনস্ট্রিমে আসার আগে আপটাউন লোকলজ’র সদস্য ব্ল্যাক জ্যাং, তাউড়া সাফাদের আন্ডারগ্রাউন্ড ট্র্যাক ছিল কিছু। যার মধ্যে ‘ঠোলার পোলা’ নামের একটা গানের জন্য তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হেড কোয়ার্টারেও জবাবদিহি করতে হয় তত্ত্বাবধায়ক সরকারের সময়। গানগুলো মেমোরি কার্ডে ছড়িয়ে পড়েছিল, আর ২০০৯-এ এলবাম রিলিজ হলে গান বাজতো এফএমে।

কাহিনি সিনপাট অনন্য এর বাংলা ভাষা ব্যবহার আর লোকাল লোকজনের মুখের ভাষা তুলে আনায়। পুরান ঢাকার টোন আর একই সাথে খেটে খাওয়া মানুষের কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার আলাদা উত্তেজনা তৈরি করে জানার। এলিফ্যান্ট রোডের জুতার দোকানিদের নিজেদের মধ্যকার কোড ল্যাঙ্গুয়েজ আছে কিছু; ওখানে বেশ দামাদামি করে জুতা কিনতে হয়, এখানে কখনও ক্রেতা জিতে কখনও বিক্রেতা। হুট করে ‘উস্‌সাই’ বলে উঠে কোনো কোনো বিক্রেতা, এতে তার সহকর্মী বুঝতে পারে, লাভ হয়েছে বিক্রিতে। এমন আরও কিছু শব্দ কাহিনি সিনপাটে লক্ষ্য করার মতো। এছাড়াও এলবামের প্রথম থেকে শেষ বেশ একটা হিপহপ জার্নির মতো। গানগুলোর বিষয়বস্তুতে যেমন পার্টি মুড আছে একই সাথে দেশপ্রেম, সমাজ ও প্রতিবাদী চিন্তার প্রতিফলনও ঘটেছে। হিসাবের কথা, সিভিল সমাজ ও পিস্তলের জীবন গানগুলোতে তৎকালীন সময়ের একটা রুপও চোখের সামনে ভেসে ওঠে। তবে এই এলবামের সবচেয়ে জনপ্রিয় হয় ‘এই মামা এই’ গানটি। এক যুগ পেরিয়ে গেলেও এই গানগুলোর প্রভাব থেকে এখনও বের হতে পারেনি বাংলা র‍্যাপাররা, এতটাই সম্বৃদ্ধ এই এলবামটি।

আপটাউন লোকলজ ভেঙে যাওয়ার পর সাফা দেশি এমসিজ’র মাগজ’র সাথে নতুন করে দল গোছায়। জালালি নামে দলটির আত্মপ্রকাশের আগেই ‘এলাকা’ নামের একটি ট্র্যাকও প্রকাশ করে ইউটিউবে। পরে সাফার অংশ বাদ দিয়ে আবার একই ট্র্যাক রেকর্ড করে জালালি সেট নামের হিপহপ দলটি। বেশ কিছু গান আনে তারা ইউটিউবে। এর মাঝেই জালালি সেট সদস্য শাফায়েত মমতাজের সাথে ‘লোকাল বাসের’ মাধ্যমে জনপ্রিয়তা পায় তবে দল হিসেবে শ্রোতাদের নতুন কিছু দিতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে ‘ভব’ নামে হিপহপ ক্ল্যান তৈরি করে বেশ কিছু ট্র‍্যাক রিলিজ করে তাউড়া সাফা। হিপহপ তৎপরতা লক্ষ্য করা যায় বিভিন্ন অঞ্চলেও; নারায়ণগঞ্জ, কক্সবাজার, টাঙ্গাইল, সিলেট ও চট্টগ্রামসহ বেশ কিছু অঞ্চলে সেখানকার আঞ্চলিক ভাষাতেও র‍্যাপ করা শুরু করে র‍্যাপাররা। উল্লেখযোগ্য কাজ করে চলেছে আপটাউন লোকোলজের ব্ল্যাক জ্যাং, সে বেশ কিছুদিন পরপরই নিজের ট্র্যাক রিলিজ করছে একই সাথে হিপহপের নানা রকম মুভমেন্টের সাথেও জড়িত।

ইংরেজি র‍্যাপ থেকে সরে এসে হালে বাংলা র‍্যাপের স্বকীয়তার জায়গা হলো ফোক গানের সাথে ফিউশন ও বাংলার নিজেদের বাদ্যযন্ত্রের ব্যবহার। এর সাথে যোগ হচ্ছে বাংলার ভাব ও আঞ্চলিকতা।

বিজ্ঞাপণগুলোতে হিপহপ ড্যান্স ও বাংলা র‍্যাপের ব্যবহার হচ্ছে প্রচুর। বিটের তালে র‍্যাপ গানে পণ্যের গুণগান করাটা অভিনব এবং আকর্ষনীয় বটে। তবে পূর্নাংগ বাংলা র‍্যাপের যাত্রাটা যেভাবে ধানমন্ডির ফুটপাথ থেকে শুরু হয়েছিল, ভাইরাল ভাইরাস বা বিজ্ঞাপনী সংস্থার হাতে এ গান বেশিদিন থাকবে না। বাংলা র‍্যাপ হতে যাচ্ছে মুখ বন্ধ রাখতে বাধ্য মানুষদের মুখোশ পরে ‘কথা বলার’ মাধ্যম। কথা নিষিদ্ধ জগতে সিধাসাদা কথা বলার জন্য বিটের তাল হলে রাস্তাপ্রিয় লোকদের আর কী চাই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনুপ্রেরণা কাজকর্ম ভিতর-বাহির স্টার

নির্মাতা আদনান আল রাজীবের পছন্দের পাঁচটি বিজ্ঞাপন

হালচর্চা ডেস্ক ♦ আদনান আল রাজীব বর্তমান সময়ের অন্যতম সফল বিজ্ঞাপন নির্মাতা। তিনি ১৯৮৭ সালের ১১ মে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন এবং ২০১১ সালে সিলন চায়ের বিজ্ঞাপন দিয়ে তার বিজ্ঞাপন নির্মাণের যাত্রা শুরু করেন। বর্তমানে তিনি নিজের প্রোডাকশন হাউজ ‘রানআউট ফিল্মস’-এর দায়িত্ব পালন করছেন এবং এরই মধ্যে একশটিরও বেশি টিভিসি নির্মাণ করেছেন। আলাপচারিতায় তিনি শেয়ার করেছেন […]

Read More
অনুপ্রেরণা কাজকর্ম গল্পগুজব ফ্যাশন ভিতর-বাহির স্টার

“অভিনয়ে আসবো ভাবিনি, শুধু ভাবতাম যদি মডেল হতে পারতাম”

হালচর্চা ডেস্ক ♦ রোখসানা আলী হীরা  ডাকনাম হীরা। জন্ম ১৯৮৬ সালের ১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলায়। লাক্স চ্যানেল আই ফটোসুন্দরী প্রতিযোগিতায় ২০০৮ সালে চতুর্থ স্থান অধিকার করেন মডেল তারকা রোখসানা আলী হীরা। ৫ ফুট ৬ ইঞ্চির এই মডেল লাক্স তারকা হিসেবে মিডিয়াতে প্রবেশ করলেও র‍্যাম্প মডেলিংকেই পেশা হিসেবে বেছে নেন। ‘ঢাকা ফ্যাশন উইক’ ২০১২ সালে তাকে বেস্ট র‍্যাম্প […]

Read More
অনুপ্রেরণা কাজকর্ম গল্পগুজব ভিতর-বাহির

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন: নতুন পেশা

হালচর্চা ডেস্ক ♦ বাংলাদেশে খুব শুরুর দিকে যারা ইন্টারনেট মার্কেটিং, বিশেষত এসইও নিয়ে কাজ করছেন আসিফ আনোয়ার পথিক তাদের অন্যতম। তবে ইদানিংকার ফ্রীল্যান্স-ভিত্তিক এসইও নয়, তিনি মুলত কাজ করেছেন কর্পোরেট-ভিত্তিক বিজনেস কন্সালটেন্সি নিয়ে। বাংলাদেশ সরকার ও ইউএনডিপি এর যৌথ উদ্যোগে এটুআই প্রকল্পের সাথে ওয়েব অপ্টিমাজেশনের জন্য ন্যাশনাল কন্সালটেন্ট হিসাবে কাজ করেছেন অনেকদিন। আসিফ আনোয়ার ইন্টারনেট […]

Read More