দুর্বার♦
ডেল কার্নেগির সেলফ হেল্পের বই How to win friends and influence people; মানবিক দক্ষতার বইয়ের মধ্যে অন্যতম এই বইটি প্রথম প্রকাশ পায় ১৯৩৭ সালে। প্রকাশ পাওয়ার সাথে সাথেই বইটির ১৫ মিলিয়ন কপি বিক্রি হয়ে যায়। বইটি এখনো ততখানিই উপযোগি যতখানি এটি প্রথম প্রকাশের সময় ছিলো, কারণ মানব প্রকৃতি নিয়ে ডেল কার্নেগির যে উপলব্ধি ছিলো তা কোনোদিনই পুরোনো হওয়ার না।
কার্নেগি বিশ্বাস করতেন আর্থিক সফলতার পেছনে পেশাগত জ্ঞানের হাত থাকে ১৫ শতাংশ এবং বাকি ৮৫ শতাংশ সফলতা আসে নির্ভর করে— আইডিয়া, প্রকাশের ক্ষমতা, নেতৃত্বগুণ এবং মানুষকে অনুপ্রেরণা দেয়ার ওপর।
কার্নেগি বলেন, আপনি যদি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চান তবে তার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিবেচনা করে সেই মানুষটিকে কাজটি করার অনুপ্রেরণা দিন তবেই সে তা করতে পারবে।
এই বইটি পড়ে আপনি জানতে পারবেন অন্যদের কাছে নিজেকে অন্যের কাছে ভালো লাগাবেন, নিজের চিন্তা ভাবনার ধরণ দিয়ে মানুষদের মন জয় করবেন এবং একজন মানুষকে কিভাবে পরিবর্তন করবেন কোনো কদুক্তি না করে বা কোনো অসন্তুষ্টি না জাগিয়েই। কার্নেগি বলেন, মানুষকে ভাবতে দিন যে ধারণাটি তার, এবং অন্য কোনো ব্যক্তির সমালোচনা করার আগে নিজের ভুল গুলো নিয়ে কথা বলুন।
ঐতিহাসিক ব্যক্তিত্ব, ব্যবসা জগতের নেতৃবৃন্দ এবং দৈনন্দিন মানুষের গল্পের মধ্য দিয়ে কার্নেগি বিষয়গুলি চিত্রায়ন করেছেন খুবই সহজ ভাষায়।
এই বইটি পুরোটাই সম্পর্ক স্থাপন বিষয়ক। সুসম্পর্ক ব্যক্তিগত এবং ব্যবসায়িক সফলতাকে সহজ করে দেয়।
এ বই থেকে যে ৮টি বিষয়ে আপনাকে সাহায্য করবে:
১. মানসিক একঘেয়েমি দূর করতে, নতুন চিন্তাভাবনা করতে, নতুন দৃষ্টিকোন অর্জনে এবং নতুন আকাঙ্ক্ষা আবিষ্কার করতে।
২. সহজে এবং দ্রুত বন্ধু বানাতে।
৩. আপনার জনপ্রিয়তা বাড়াতে।
৪. চিন্তার ধরণ দিয়ে মানুষের মন জিততে।
৫. আপনার প্রভাব, সম্মান এবং কাজ করবার সক্ষমতা বাড়াতে।
৬. অভিযোগ সামলাতে, কলহ এড়িয়ে চলতে এবং মানুষের সাথে আপনার যোগাযোগ নির্ঝঞ্ঝাট ও মনোরম করতে।
৭. একজন ভালো বক্তা হয়ে উঠতে।
৮. সহচরদের মাঝে উৎসাহ জাগাতে।
৩৬টি ভাষায় অনূদিত এই বইটি ১৫ মিলিয়ন পাঠকদের জন্য এই সবগুলো কাজই করেছে। বাংলাদেশেও বইটির বাংলা অনুবাদ পাওয়া যায়।