এসে গেল স্কুলে যাওয়ার মৌসুম। প্রতি বছর নতুন ক্লাসে ভর্তি হয় লাখো শিশু। মা-বাবার হাত ধরে স্কুলের পথে রওয়ানা হয় ছোট্ট শিশুটি। এরাই আমাদের জাতির ভবিষ্যৎ। আপনার শিশু এতদিন পরিবারের কাছ থেকে যা শিখেছে, যা দেখেছে সেই চিরচেনা পরিবেশ থেকে বাইরের জগতে পা রাখে এই স্কুলে যাওয়ার মধ্য দিয়ে। শিশুকে স্কুলে পাঠানোর আগেই কিছু বিষয় তাকে জানানো উচিত যেন আপনার শিশু বাইরে গিয়ে ভয় না পায় বা অস্বস্তিতে না পড়ে।
আপনার শিশুকে ইন্সট্রাকশন ফলো করা শেখান। দুই পার্টের ইন্সট্রাকশন যেমন, ‘খেলনাগুলো গুছিয়ে বক্সে রাখো’ বা তিন পার্টের ইন্সট্রাকশন, ‘প্লেট, কাপ ও টিস্যু টেবিলের উপর রাখো’ এমন ধরনের কাজগুলো করতে দিন তাকে। এতে সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে, এবং স্কুলে শিক্ষকের ইন্সট্রাকশনগুলো সহজে বুঝতে পারবে।
শিশু যেন তার প্রয়োজনের কথা কথা বলতে পারে। তাকে তার প্রয়োজনের কথা বলতে উদ্বুদ্ধ করুন। যেমন- ‘আমার খুদা পেয়েছে’, ‘আমি পানি খেতে চাই’ বা, ‘আমার পা ব্যথা করছে’ এ ধরনের কথাগুলো সে যেন বলতে ভয় না পায়।
শিশুকে স্কুলড্রেস নিজে পরতে উৎসাহ দিন, প্যান্টের জিপার, মোজা এসব যেন সে নিজেই পরতে পারে। খাবার এর বক্স কীভাবে খুলতে হয়, কীভাবে আবার প্যাকেটে রাখতে হয় এগুলো কয়েকদিন দেখিয়ে দিলে সে একাই পারবে। তার প্রশংসা করতে ভুলবেন না।
খেলনা শেয়ার করা শেখান শিশুকে। কোনো খেলায় তার টার্ন আসার বিষয়টাও প্র্যাকটিস করান। লুডু খেলতে পারেন শিশুর সাথে, এতে সে অন্য শিশুদের সাথে কেমন আচরণ করবে তা শিখে নিতে পারবে।
শিশুকে গল্প শোনান। ৫-১০ মিনিটের গল্প বলে তার সাথে সময় কাটান। এতে তার ক্লাসের প্র্যাকটিস হয়ে যাবে।
শিশুকে রঙ চিনিয়ে দিন। কোনটা কোন রঙ এটা জানা থাকলে স্কুলে তার জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে।
সূত্র- রিডিংগেগস