এসে গেছে অনুষ্ঠানের মৌসুম, মানে শীত! এ সময়টায় বিয়ের ধুম লেগে যায়। সামনে বড়দিন, থার্টিফার্স্ট এছাড়া শীতের সময়টা পিকনিকের জন্য আদর্শ সময়। তাই মেকআপটাও করতে হয় অনেক বেশী।
যারা শুধু একটা পনিটেল করে ঠোঁটে একটু গ্লস লাগিয়েই বের হয়ে যান কাজে তারাও এ সময়টায় মেকআপ এড়াতে পারেন না। আর এড়াবেনই বা কেন! এসব পার্টি তো আর বছর বছর আসে না। ইচ্ছামতো মেকআপ করুন কোনো অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখতে হবে যেন মেকআপটা ঠিক মতো তোলা হয়।
শীতের সময় ত্বক এমনিতেই হয়ে ওঠে রুক্ষ, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এছাড়া অবহেলার কারনে বলিরেখা পর্যন্ত খুব সহজেই জায়গা করে নেয় আপনার মুখে। তাই মেকআপ করলে অবহেলা না করে সঠিক উপায়ে মেকআপ তুলেই অন্য কাজ করুন।
মেকআপ তোলার জন্য অলিভ অয়েলের তুলনা হয় না। তারপরেও বাজারে অনেক ধরনের মেকআপ রিমুভার, ক্লিঞ্জিং মিল্ক পাওয়া যায় আপনি চাইলে তাও ব্যবহার করতে পারেন।
একটা কটন বলে পরিমাণ মতো অলিভ অয়েল বা মেকআপ রিমুভার নিয়ে মুখে গলায় ঘষে ঘষে মেকআপ তুলে নিন।
চোখ আর ঠোঁটের জন্য আলাদা কটন বল ব্যবহার করুন। আইশ্যাডো, কাজল আর লিপস্টিকের দাগ অন্য কোথাও না লাগাই ভালো।
মেকআপ উঠে গেলে কুসুম গরম পানি ও ফেসওয়াশ দিয়ে মুখ হাত ধুয়ে নিন। খেয়াল রাখবেন পানি যেন বেশী গরম না হয়।
এরপর মুখ মুছে ভালো কোনো ব্র্যান্ডের মশ্চেরাইজার লাগিয়ে নিন।