শপিং এ গেলে অনেকসময় কোনটা রেখে কোনটা কিনবেন বুঝে উঠতে পারছেন না? অথবা একটা জিনিস কিনতে গিয়ে দশটা জিনিস কিনে বাড়ি ফিরছেন? নিজের ওপর বিরক্ত? তাহলে এই লেখাটা আপনার জন্যই। কেনাকাটার আগে অল্প কিছু হোমওয়ার্ক আপনার মূল্যবান সময় বাঁচিয়ে দিতে পারে।
- কেনাকাটার যখন প্রয়োজন তখনই করুন, অহেতুক শপিং করবেন না
- কিচেন, বাথরুম, ড্রেসিং টেবিল, এই জায়গাগুলো ভিজিট করে লিস্ট তৈরি করুন
- পরিবারের কারও কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে লিস্টে লিখে নিন
- যে জিনিসগুলো একই এরিয়াতে পাওয়া যায় সেগুলো একটা গ্রুপে লিখুন
- জিনিসের পাশে পরিমাণও লিখে নিন যেন বাড়তি না কেনা হয়
- কাপড় কিনতে চাইলে আগেই অনলাইনে দেখে দিন কোন ডিজাইন চলছে হালে
- কাপড়ের ক্ষেত্রে আগেই কালার সিলেক্ট করে ফেলতে পারেন
- কাপড়টি সুতি হবে নাকি অন্য কোনো ফেব্রিকের সেগুলোও সিদ্ধান্ত নিয়ে ফেলুন
- জুতা কেনার ক্ষেত্রেও আগেই কোন ডিজাইনের জুতা নেবেন সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন
শপিংয়ে গিয়ে ক্লান্তিকর ঘোরাঘুরির চেয়ে বাসায় বসে এক কাপ চা খেতে খেতে আগেই যদি এই হোমওয়ার্কটা করে নিতে পারেন তাহলে সময় তো বাঁচবেই, বাঁচবে টাকাও। হ্যাপি শপিং!